বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">নবাবগঞ্জে কালবৈশাখীর ঝড়ে কাঁচা পাকা ঘর তছনছ সহ গাছপালা,</span> <span class="entry-subtitle"> বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে দেয়াল ভেঙ্গে ২৫জন আহত</span>

নবাবগঞ্জে কালবৈশাখীর ঝড়ে কাঁচা পাকা ঘর তছনছ সহ গাছপালা,  বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে দেয়াল ভেঙ্গে ২৫জন আহত

এম এ সাজেদুল ইসলাম (সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) : গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের নবাবগঞ্জে কালবৈশাখীর ঝড়ে কাঁচা, পাকা ঘরবাড়ি ভেঙ্গে তছনছ সহ গাছপালা, বিদ্যুতের খুঁটি মাটিতে পড়েছে। এছাড়াও দেয়াল ভেঙ্গে ২১জন সহ ৪ জন গুরুত্বর আহত হয়ে নবাবগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের ষষ্টিপাড়া, সাবিদগঞ্জ সহ ৫টি পাড়ায় এ ক্ষতি হয়েছে বলে সাবিদগঞ্জ এলাকার মোজাম্মেল হক, ইউপি সদস্য আঃ গফ্ফার জানান। ওই গ্রামের ষাটোর্ধ আব্দুল হামিদ জানান, আমার জন্মের পর থেকে এত বড় ঝড় ও ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি দেখিনি। তিনি জানান, রাতে মসজিদে মসজিদে তারাবির নামায চলছিল।

তখন সময় আনুমানিক রাত ৯টা। ঠিক এসময় উত্তর পশ্চিম কোন থেকে কালবৈশাখী ঝড়ে গ্রামের প্রায় ২শতাধিক ঘরবাড়ি, বাগানের বিভিন্ন ফলের গাছ, বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে ক্ষতি হয়েছে। এদিকে ইউপি সদস্য আঃ গফ্ফার জানান, কালবৈশাখী ঝড়ে শওকত আলীর গোটা পাকা বাড়ি ভেঙ্গে তছনছ হয়ে যায়। এসময় শওকত আলী ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম দেয়ালে চাপা পড়ে গুরুত্বর আহত হয়েছেন। শওকত আলী ও তার স্ত্রী নবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই গ্রামের খাইরুজ্জামানের ঘরবাড়ি ভেঙ্গে যায়। এসময় দেয়াল চাপা পড়ে খাইরুজ্জামান ও তার স্ত্রী ঝর্না বেগম গুরুত্বর জখম হলে স্থানীয়রা তাদের চিৎকারে এসে রাতেই উদ্ধার করে খাইরুজ্জামান ও তার স্ত্রী ঝর্না বেগম কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে ওই গ্রামের আখেরুল ইসলাম জানান।

এবিষয়ে যোগাযোগ করা হলে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবাবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ বনিয়ার রহমান জানান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে পার্বতীপুর উপজেলায় ৪৭টি এবং নবাবগঞ্জে ৭টি বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙ্গে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের খবর পেয়েই সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। স্থানীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এর নির্দেশে সকাল থেকেই পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান, কর্মকর্তা, কর্মচারী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন সহ সংযোগ লাইন দ্রæত মেরামত করার কাজ করে যাচ্ছে। লাইন নির্মান সম্পন্ন হলে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

ক্ষতিগ্রস্থ সংবাদ পেয়েই দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের আশ^াস দেন। ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আনোয়ারুল ইসলাম আনু জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তথ্য সংগ্রহ করে ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা প্রণয়ন করা হচ্ছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বুধবার সকালে পরিদর্শন শেষে আর্থিক অনুদান দিয়েছেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা প্রণয়ন করে সহায়তা দেয়া হবে। এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম জানান, ক্ষতিগ্রস্থদের প্রকৃত তালিকা প্রণয়ন করে ২শ পরিবারকে সহায়তার জন্য ১০ মেট্রিক টন চাউল ও নগদ ১ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে। এদিকে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক ২শ পরিবারের মাঝে ১০ হাজার করে মোট ২০লাখ টাকা নগদ বিতরণ করেছেন।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS