সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ব্র্যাক ওয়াশ কর্মসূচি সাপাহার, নওগাঁর আয়োজনে "ইনক্রিজ এ্যাকসেস টু ইমপ্রুভড্ ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস্ অ্যাক্রোস বাংলাদেশ" শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলায় ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মিটিংএ অর্গানাইজার মোছাঃ সেলিনা আক্তার এর সঞ্চালনায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল কবীর, উপ- সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল গাফ্ফার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন বক্তব্য প্রদান করেন এবং
ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, ব্র্যাক জেলা ব্যাবস্থাপক নাফিজ ওয়াই জুন, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মোঃ হাবিবুর রহমান হাবিব, টেকনিক্যাল অফিসার মোঃ আসিব বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আহসান হাবীব প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
সভায় ব্র্যাকের পক্ষথেকে ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি এবং ওয়াশ ইন স্কুলস্ কর্মসূচির সামগ্রিক দিকসমূহ নিয়ে শুভেচ্ছা বক্তব্য ও প্রেজেন্টেশন প্রদান করেন ব্র্যাক জেলা ব্যাবস্থাপক নাফিজ ওয়াই জুন ।
প্রেজেন্টেশন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ বলেন,প্রেজেন্টেশনের মাধ্যমে উক্ত প্রকল্পের কার্যক্রম দেখে তিনি অভিভুত হয়েছেন এবং প্রকল্পটির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্যে তিনি সার্বিক সহয়োগিতার আশ্বাস প্রদান করেন । পরিশেষে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন ।