বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরণ বড়ুয়াকে ‘৮৯ ব্যাচের সম্মাননা

রাউজানে অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরণ বড়ুয়াকে ‘৮৯ ব্যাচের সম্মাননা

১৫ Views
রতন বড়ুয়া, রাউজানঃ উত্তর চট্টগ্রামের রাউজান আবুরখীল অমিতাভ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মানুষ গড়ার কারিগর সমীরণ কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করলেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচ এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ  ।
গত ১৮ জানুয়ারী ২০২৫ইং শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীতে স্যারের বাসভবনে এই সম্মাননার আয়োজন করা হয় ।
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচ এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর সভাপতি শিক্ষিকা উর্মি বড়ুয়ার সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র প্রকৌশলী অমর বড়ুয়া, প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া ।
প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষিকা কাকলী বড়ুয়া,গ্রুপ অব কোম্পানীর কর্মাশিয়াল কর্মকর্তা সজীব বড়ুয়া ছোটন,ব্যাবসায়ী প্রণব বড়ুয়া টিটু, সাবেক সেনা সদস্য শ্যামল বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া, শিক্ষক বাবুল পারিয়াল, কানাডা প্রবাসী রত্না বড়ুয়া, জয়মালা বড়ুয়া, রুপম বনিক, ব্যাবসায়ী সুশীল বড়ুয়া, ব্যাবসায়ী হাবিবুর রহমান,ব্যাবসায়ী মো আলম ।
এসময় শিক্ষকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সন্তান সরকারী কর্মকর্তা উত্তম বড়ুয়া, নিবেদিতা বড়ুয়া ও মনীষা বড়ুয়া ।
Share This

COMMENTS