শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জলঢাকায় আলুর উৎপাদন, সংরক্ষণ, বিপনন ও ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

জলঢাকায় আলুর উৎপাদন, সংরক্ষণ, বিপনন ও ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

১০ Views

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকা উপজেলায় আলুর উৎপাদন, সংরক্ষণ, বিপনন ও ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের বড়ঘাট মুক্তা হিমাগার চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তা হিমাগার প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের পরিচালক এম শরিফুল ইসলাম বাবু। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তা হিমাগার প্রাঃ লিঃ এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এসময় উপস্থিত ছিলেন বিসিএসএ পরিচালক গোলাম সারোয়ার রবিন, বিসিএসএ পরিচালক আরমান হোসেন।

কর্মশালায় আলুর উৎপাদন, সংরক্ষণ, বিপনন ও ব্যবহার সম্পর্কে চাষি, কোল্ড স্টোরেজ মালিক ও কর্মকর্তাদের বিস্তারিত ধারনা প্রদান করেন বিসিএসএ প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রমানিক, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. এসএম আবুবকর সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, বিপিসি উপপরিচালক আনিছুর রহমান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বিসিএসএ হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইসলাম। বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে কর্মশালায় জেলার শতাধিক চাষি ও বিভিন্ন কোল্ড স্টোরেজের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।

Share This

COMMENTS