মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হয়ে কর্মশালা চলে বিকেল ৫ টা পর্যন্ত। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেনের সঞ্চালনায় এই কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, গোবিন্দগঞ্জ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা -ই- মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বোরজাহান আলী, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহŸায়ক আব্দুল মোতিন মোল্লা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, চ্যানেল আইএর জেলা প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ।

দিনভর কর্মশালায় প্রধান মন্ত্রীর নারীর ক্ষতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ এর ব্যাপারে অংশ গ্রহনকারীদের মধ্যে এই ১০টি উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা উপস্থাপন করা হয়। এ ছাড়াও গ্রæপ ওয়ার্কে সম্যস্যা চিহ্নিতকরণ ও সুপারিশ প্রদান এবং দলগত কার্যক্রমে প্রাপ্ত ফলাফলের সার-সংক্ষেপ উপস্থাপন করা হয়।

কর্মশালায় উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী অংশ গ্রহণ করেন।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS