গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশিও অস্ত্র ও মাদক সহ ১ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশিও অস্ত্র ও মাদক সহ ১ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশিও অস্ত্র, হিরোইন, ইয়াবা, এ্যামপল, মোবাইল ফোনসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের উত্তর শোলাগাড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে শামিম শেখ, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে ১ মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম। আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS