শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">দুপচাঁচিয়ায় নারী সহ তিন মাদক বিক্রেতা ও বিভিন্ন মামলায় ১১ জন গ্রেফতার</span> <span class="entry-subtitle">দুপচাঁচিয়া থানা পুলিশের সাফল‍্য।।</span>

দুপচাঁচিয়ায় নারী সহ তিন মাদক বিক্রেতা ও বিভিন্ন মামলায় ১১ জন গ্রেফতার দুপচাঁচিয়া থানা পুলিশের সাফল‍্য।।

 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি  নুর মোহাম্মাদ :
গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী সহ তিন মাদক বিক্রেতা ও বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হলো উপজেলার সদরের পূর্ব বোরাই গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে রাব্বী খন্দকার (২২), কুন্ডুপাড়ার মিঠু প্রামানিকের ছেলে সুজন প্রামানিক (২৬), মিঠু প্রামানিকের স্ত্রী শিরিন আক্তার (৩৮)। তাদের কাছ থেকে পুলিশ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এছাড়াও নিয়মিত চুরি মামলার আসামি উপজেলা সদরের করমজি চুন্ডিমন্ডব গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে লিটন (৩৫) এবং গ্রেফতারি পরোওয়ানায় উপজেলার গুনাহার ইউনিয়নের হাপুনিয়া গ্রামের রাজু তালুকদারের স্ত্রী রঞ্জনা বেগম (২৪), তানজিন প্রামানিকের স্ত্রী রাশেদা বেগম (৪২), বেলহট্টি গ্রামের জালাল উদ্দীনের মেয়ে জাকিয়া খাতুন, জালাল উদ্দীনের স্ত্রী বেবি বিবি, মৃত নবির উদ্দীনের ছেলে মোকলেছার রহমান, বেড়–ঞ্জ গ্রামের খাদেম আলীর ছেলে আনিছুর রহমান, আনিছুর রহমানের স্ত্রী জেসমিন।

পুলিশ গ্রেফতারকৃতদেরকে, ২৪ আগস্টবুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

২২৩ বার ভিউ হয়েছে
0Shares