বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মধুখালীতে অগ্নিকান্ডে ৯ টি দোকান ভস্মীভূত

মধুখালীতে অগ্নিকান্ডে ৯ টি দোকান ভস্মীভূত

Views

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৪ মার্চ ২০২৫খ্রি.মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে অগ্নিকান্ডে ৯ টি দোকান ভস্মীভূত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় ৩ মার্চ সোমবার রাত সাড়ে ১১ টায় ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দোকান মালিকেরা ঘটনাস্থলে এসে ডুমাইন বাজার মসজিদের মাইকে আগুন লাগার সংবাদ প্রচার করেন আশেপাশে জনগনের সহযোগিতায় মধুখালী ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ৯টি দোকানের মালিকপক্ষের দাবী তাদের প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। মধুখালী ফায়ার স্টেশন কর্মকর্তা রাশেদুল আলম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে ।

Share This
NEWER POST

COMMENTS