নাটোরে চেকপোস্ট বসিয়ে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার


নাটোর প্রতিনিধি ; নাটোরে চেকপোস্ট বসিয়ে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা একটি মোটরসাইকেল জব্দ করা গেলেও পালিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি।
শুক্রবার (৯মে) রাত ১০ টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
শুক্রবার মধ্যরাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। তিনি বলেন, শুক্রবার দিবাগত ১০ টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেয়। এসময় তারা (মোটরসাইকেল আরোহীরা) সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যেতে লাগে। এসময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলসহ পরে যায়। মোটরসাইকেল আরোহী দুজন এসময় মোটরসাইকেল না তুলেই তড়িঘড়ি করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পরে যায়।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং নাম্বার প্লেট বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং জব্দ করে। অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। সেই সাথে এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#
৯ বার ভিউ হয়েছে