আটোয়ারীতে বার আউলিয়া মাজারে বার্ষিক উরস অনুষ্ঠিত


পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঐতিহাসিক বার আউলিয়া মাজারে এক দিনের জন্য বার্ষিক উরস শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৮মে) সকাল থেকে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে এ উরস কার্যক্রম শুরু হয়ে আগামীকাল সকালে উরস শেষ হবে।
উরস উপলক্ষে সকাল থেকেই জেলার ও পার্শ্ববর্তী জেলা সহ বিভিন্ন এলাকা থেকে মানতের চাল, মুরগী, কবুতর, গরু-ছাগল ও নগদ টাকা-পয়সাসহ ভক্তরা সমবেত হয়েছেন ঐতিহাসিক বার আউলিয়া মাজার প্রাঙ্গণে। সেই সাথে বার আউলিয়া মাজার চত্তরে বসেছে মেলা।
বার আউলিয়া মাজার ভক্তরা মাজারে এসে চোখের পানি ভেলে মোনাজাত এবং ভক্তি প্রদর্সন করতে দেখা যায়।
এ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এলাকাবাসি মুরুব্বিদের সাথে কথা বলে জানা যায়, প্রায় কয়েকশ বছর আগে বার জন ওলী ও সূফি সাধক চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে দেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করতে করতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে এসে পৌঁছান এবং এখানে আস্তানা গড়ে তোলে এবং এলাকায় ইসলাম প্রচার শুরু করেন।
পরবর্তীতে তাদের ওফাতের পর (মৃত্যু) ওই স্থানে তাদের সমাহিত করা হয়। আর এভাবেই গড়ে উঠে বার আউলিয় মাজার শরীফ।
এই বার আউলিয়ার মাজার শরীফে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার একদিনের জন্য বার্ষিক উরস অনুষ্ঠিত হয়।
বার জন আউলিয়া হলেন, হেমায়েত আলী শাহ্ (র:), নিয়ামত উল্লাহ শাহ্ (র:), কেরামত শাহ্ (র:), আজহার আলী শাহ্ (র:), হাকিম আলী শাহ্ (র:) , মনসুর আলী শাহ্ (র:), মমিনুল শাহ্ (র:), শেখ গরীবুল্লাহ্ (র:), আমজাদ আলী মোল্লা (র:), ফরিজ উদ্দীন আখতার (র:), শাহ্ মোক্তার আলী (র:) ও শাহ্ অলিউল্লাহ্ (র:)।
ঠাকুরগাঁও থেকে আসা কবিতা রানী জানান, অমার সন্তান ৬বছর অসুস্থ হয়ে পড়ে ছিলেন ভাল হচ্ছিলনা আমি বার আউলিয়ার মাজারে এসে সন্তানের জন্য চাল ও একটি ছাগল মানত করি,এতে আমার সন্তান সুস্থ্য হওয়ায় মানত দিতে এসেছি।
জেলার বোদা উপজেলা থেকে আসা মনিরুল ইসলাম ও তার স্ত্রী তারা জানান, বিয়ের দুই বছর হয় আমার সন্তান হচ্ছিল না বার আওলিয়া মাজারে এসে মানত করেছিলাম আল্লাহর রহমতে সন্তান হয়েছে তাই মানত দিতে এসেছি।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার তিনি বলেন আমিসহ আমার ফোর্স মাজার শরীফের সব জায়গায় টহল দিচ্ছে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। এব্যাপারে আমরা সজাগ রয়েছি।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান তিনি বলেন,এই ঐতিহাসিক বার আউলিয়ার মাজার শরীফে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার একদিনের জন্য বার্ষিক উরস অনুষ্ঠিত হয়। এখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষন করছে। কেউ বিশৃঙ্খলা করলে এবং মাদক নিয়ে ধরা পরলে তাকে আইনের মাধ্যমে ব্যাবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।