রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মান উন্নয়নে গণশুনানি

পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মান উন্নয়নে গণশুনানি

পঞ্চগড় : পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পি ফোর ডি প্রজেক্টের আওতায় ওই গণশুনানির আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে কমিউনিটি ক্লিনিকের সাথে জড়িত অংশীজন,কমিউনিটি গ্রুপ,সুশীল সমাজ,শিক্ষক,সি এইচ সিপি,ধর্মীয় নেতা,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এ সময় তারা কমিউনিটি গ্রুপের নিস্ক্রিয়তা,সেবাদানে নানা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার আলোকে সমস্যাগুলো সমাধানের আশ^াস দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। কমিউনিটি ক্লিনিকের চলমান পরিস্থিতি নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করে সংগঠনটি।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়,আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক,পরিবার পরিকল্পনার কার্যালয়ের সহকারি পরিচালক সাবিহা কবীর,পিফোরডি প্রকল্পের রংপুর বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগম, ডিপিএফ পঞ্চগড়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক আখতারুন্নাহার সাকীসহ ডিপিএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

৯৩ বার ভিউ হয়েছে
0Shares