আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সেনবাগে ভাতিজার হাতে চাচা খুন গ্রেফতার এক


মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : সেনবাগে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভাতিজা হানিফ মোল্লার হামলায় চাচা আবুল কাশেম (৭৫) নিহত হওয়ার অভিযোগ ওঠেছে। ওই ঘটনাটি ঘটেছে বুধবার (৭মে) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় দক্ষিন পাড়া ক্লাব ঘরের পাশে আবুল কাশেমের বাড়িতে । নিহত আবুল কাশেম ড্রাইভার ওই বাড়ীর মৃত হাশেম মিয়ার ছেলে। সংবাদ পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্চ (সার্কেল) ইমরান খান, সেনাবাহিনী সেনবাগ ক্যাম্প ইনচার্জ ক্যান্টেন রিয়াদ , সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় জড়িত ওয়াসিম নামে এক জনকে আটক করা হয়েছে।
পুলিশ, নিহতের ছোট মেয়ে বিবি খোদেজা ও ভাতিজা শামীম হোসেন জানায়, মঙ্গলবার বিকেলে নিহত আবুল কাশেমের বাড়ীর পুর্ব পাশে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সাথে হানিফ মোল্লা গংদের বাড়ীর সীমানায় আম গাছের ডাল নিয়ে জগড়া হয়। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজন সুরাহা করে দেবে বলে উভয় পরিবারকে শান্ত থাকতে বলে। বুধবার ভোরে ফযরের নামাজ শেষে আবুল কাশেম নীজ বাড়ী থেকে নাস্তা খাওয়ার জন্য পাশি^বর্তি ক্লাব ঘরের যাওয়ার পথে প‚র্ব থেকে ওৎ পেতে থাকা পাশ^বর্তি বাড়ীর মৃত সোলেমান মোল্লার ছেলে হানিফ মোল্লা, টিটু, মিঠু, ফোরকান ও জামাই ওয়াসিম অর্তকিত হামলা শুরু করে। এসময় নিহতের ভাগিনা আবু তাহের নামাজ শেষে বাড়ী ফেরার পথে ঘটনাটি দেখে হানিফ মোল্লা নেতৃত্বে আবুল কাশেমের উপর আক্রমন চলছে। তিনি এসময় চিৎকার দিয়ে হানিফ মোল্লাকে আটকাতে চেষ্টা করলে সে জোর জামা চিড়ে পালিয়ে যায়। আবু তাহেরর চিৎকার শুনে আশ পাশের লোকজন এগিয়ে এসে আবুল কাশেম কে মর্ম‚র্ষ অবস্থায় উদ্বার করে সেনবাগ সরকারী হাসপাতালে নিয়ে গেলে করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ জানান, ভোর ৬.২০ মিঃ কেশারপাড় থেকে আবুল কাশেম নামে এক জন মর্ম‚ষ রোগী কে হাসপাতালের জরুরি বিভাগে আনেন পরিরারের সদস্যরা। ইসিজি, চোখ, প্রেসার, হার্ড সহ প্রয়োজনীও সকল পরিক্ষায় কলে দেখা গেছে রোগী হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সেনবাগ থানা পুলিশ হাসপাতাল থেকে মরাদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীরতে মর্গে প্রেরন করে।
খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্চ সার্কেল আ ন ম ইমরান খান, স্থানঅীয় সেনাক্যাম্প থেকে সেনবাহিনী সদস্য বৃন্দ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল ও সেনবাগ থানার ওসি এস এম মিজানুর রহমান ঘটনার সত্যষা নিশ্চত করে করে জানান, ঘটনায় জড়িত ওয়াসিম নামে এক জনকে আটক করা হয়েছে এবং পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীতে মর্গে প্রেরন করে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান।