শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিমাগঞ্জ নিউ ভিশন স্কুলের অভিভাবক সমাবেশে কৃতি শিক্ষার্থীরা পেলো পুরস্কার

মহিমাগঞ্জ নিউ ভিশন স্কুলের অভিভাবক সমাবেশে কৃতি শিক্ষার্থীরা পেলো পুরস্কার

১৪ Views

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নিউ ভিশন পাবলিক স্কুলের অভিভাবক সমাবেশে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রæয়ারি) দিনব্যাপী স্কুল চত্বরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন, পরিচালক মাজহারুল ইসলাম খোকন। সহকারী শিক্ষক হাবীবা প্রতীতি অনন্যার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য নাজিম উদ্দীন আলম। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, সহকারী শিক্ষক আলামিন, তাজুল ইসলাম, হাসান, ফেরদৌসী খাতুন, অভিভাবক সুরুজ সরকার, আমিনুল ইসলাম প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share This

COMMENTS