শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান\ একটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়াসহ ৩টি ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান\ একটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়াসহ ৩টি ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩টি ভাটায় ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  জেলা পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে বৃহস্পতিবার এ অভিযান চালায়।গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ও কামারদহ ইউনিয়নে ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ-আল-মামুন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন, বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে, অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ৩টি ইটভাটার প্রত্যেক মালিকে ৩ লাখ টাকা করে করা হয়েছে। এছাড়া একটি ইটভাটার হাওয়া মেশিন, কিলন ও কাঁচা ইট ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয় এবং অপর একটি ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে ফেলা হয়।
এ সময় রংপুর বিভাগীয় সিনিয়র কেমিস্ট মোঃ হাসান-ই-মোবারক, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

মেসার্স এম এম বি ব্রিকস, মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স কাজী ব্রিকস এবং মেসার্স আজাদ কনস্ট্রাকশনে অভিযান পরিচালিত হয়।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS