বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধুকে কুপিয়ে আহত করে ধর্ষনের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধুকে কুপিয়ে আহত করে ধর্ষনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী বাড়িতে না থাকার সুযোগে রুপালী বেগম (২২) নামে এক  গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের জাহিদ হোসেন রোববার সকালে তার বাবা জাহাঙ্গির আলম ও স্ত্রী রুপালী বেগমকে বাড়িতে রেখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এই সুযোগে দুপুর আনুমানিক আড়াইটার দিকে পাশের বাড়ীর লম্পট তাজনুর রহমান ভগলু ওই বাড়িতে ঢুকে রুপালীর মাথায় কুপিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়।
এ সময় ভগলু ওই গৃহবধুকে জোড়পূর্বক ধর্ষন করে বলে তার শ্বশুর জানায়। ঘটনাটি জাহাঙ্গির দেখে এগিয়ে আসলে ধর্ষক ভগলু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। জাহাঙ্গিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ভগলু সেখান থেকে পালিয়ে যায়। পরে লোকজন রুপালী ও তার শ্বশুর জাহাঙ্গিরকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে  উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে রুপালীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুুলিশ পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার বেলা সোয়া ৫টা) এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS