বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে জ্বালানি তেল ব্যবসায়ীদের প্রতিকী ধর্মঘট পালিত : ৩ দফা দাবী না মানলে আন্দোলনের হুমকি 

পার্বতীপুরে জ্বালানি তেল ব্যবসায়ীদের প্রতিকী ধর্মঘট পালিত : ৩ দফা দাবী না মানলে আন্দোলনের হুমকি 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ৩ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির ডাকে দিনাজপুরের পার্বতীপুরে একদিনের প্রতিকী ধর্র্মঘট পালিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল ডিপো হতে তেল উত্তোলন বিরত থেকে মালিকগন পার্বতীপুর রেলহেড অয়েল হেড ডিপোর সামনে রাস্তায় প্রতিকী ধর্মঘট ধর্মঘট শুরু করে। মালিক পক্ষের ধর্মঘটের কারনে গতকাল অয়েল ডিপো থেকে কেউ জ্বালানি তেল উত্তোলন করেনি। ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ¦ালানী তেল পরিবেশক মালিক গ্রæপের সাধারন সম্পাদক এটিএম হাবিবুর রহমান। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে, অয়েল ডিপো হতে ৪০ কি.মি এর বাইরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে এবং পেট্রোল পাম্পের উপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে। তিনি আরও বলেন, আজকের (২২ আগষ্টের) মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে সারাদেশব্যাপী এই আন্দোলনের ডাক দেয়া হবে। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের এ ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষনা করেছে। এ সময় উপস্থিত ছিলেন মালিক গ্রæপের সহ-সাধারন সম্পাদক আলহাজ¦ রজব আলী সরকার, কোষাধ্যক আলহাজ্ব আঃ রশিদ, সড়ক সম্পাদক আলী হোসেন, নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, মানজুর রশিদ, রেজওয়ানুর রশিদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক ফজলুল হক ভূইয়া প্রমুখ।

৭৬ বার ভিউ হয়েছে
0Shares