নওগাঁয় শব্দদূষণে ৫টি ট্রাকের হাইড্রোলিক হর্ন জব্দ, ধ্বংস ও মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শব্দদূষণে ৫টি ট্রাকের হাইড্রোলিক হর্ন জব্দ, ধ্বংস ও মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা আদায় করা হয়েছে। অদ্য ৩০/০৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বুধবার সকালে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এর নেতৃত্বে নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৫টি ট্রাকের নিকট হতে পাঁচশত টাকা করে মোট দুই হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান।