বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরে বাসে তল্লাশিকালে ছয় হাজার পিস ইয়াবাসহ আটক ১

যশোরে বাসে তল্লাশিকালে ছয় হাজার পিস ইয়াবাসহ আটক ১

২৫ Views

ইয়ানূর রহমান : যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাসে  তল্লাশীকালে ছয় হাজার পিস ইয়াবাসহ শিশির নামে এক যুবককে আটক করেছে মাদক  দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। রোববার দুপুর ১২টায় বাঘারপাড়ার ধলগা রাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়েছে। আটক শিশির  ঝিকরগাছার মল্লিকপুর গুচ্ছগ্রামের মৃত শাহ আলমের ছেলে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, তাদের কাছে খবর আসে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে একটি মাদকের বড় চালান আসছে। এ সুত্র ধরে বাঘারপাড়ার ধলগা মোড়ে অবস্থান নেয় তারা । ঢাকা যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাস থামানো হয়। পরে তল্লাশির সময় শিশিরকে সন্দেহ হয়। এক পর্যায় শিশিরের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা  উদ্ধার করা হয়।

এ ঘটনা উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী বাঘারপাড়া থানায় মামলা করেছেন। তিনি আরও জানান শিশিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।#

Share This