সৈয়দপুরে ২নং ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত


দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ১২ এপ্রিল সন্ধ্যায় সৈয়দপুর ২নং ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দারুল সুন্নাত দাখিল মাদ্রাসায়। দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সৈয়দপুর পৌর বিএনপি’র নির্দেশে প্রতিটি ওয়ার্ডের ন্যায় ২নং ওয়ার্ডে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সৈয়দপুর জেলা বিএনপি’র রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি আলহাজ¦ মোঃ রশিদুল হক সরকার, সৈয়দপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়বাদী দলের সাধারন সম্পাদক শেখ বাবলু, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক এম.এ পারভেজ লিটন, মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রোজিনা বেগম, আজহারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।। এ কাউন্সিল শেষে এ ওয়ার্ডের শূণ্য পদে সাজ্জুকে সাধারন সম্পাদক পদে, ইকবাল হোসেনকে সাংগঠনিক পদে ঘোষনা দেন। এতে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ ফরিদ হোসেন এবং সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ আলী। তবে বক্তারা ২নং ওয়ার্ডের নেতাকর্মীদের রেলের লোহা চুরি, মাদকের ব্যবসা বন্ধের জন্য কঠোর প্রদক্ষেপ নেয়ার কথা বলেন। যাতে করে এ এলাকায় কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড না ঘটে।