নাটোরে মাদরাসা অধ্যক্ষকে অফিস কক্ষে মারপিট

নাটোরে মাদরাসা অধ্যক্ষকে অফিস কক্ষে মারপিট
নাটোর প্রতিনিধি ;;  নাটোরের দস্তানাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আক্কাস আলীকে রোববার তার অফিস কক্ষেই মারপিট করে আহত করা হয়েছে। আহত অধ্যক্ষকে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অধ্যক্ষ জানান, তার প্রতিষ্ঠানের জীব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম, এবতেদায়ী শাখার সহকারী শিক্ষক ইলিয়াস আলী ও অফিস সহায়ক (পরিচ্ছন্নতা কমর্ী) মোস্তাকিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে মাদরাসায় অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে তারা বেশ কিছু দিন অসুস্থ্যার কথা বলে ছুটিতে থাকেন। রোজার মাস মাদরাসা বন্ধ থাকায় এসব শিক্ষক-কর্মচারীদের মাদরাসা পরিচালনা কমিটির সিন্ধান্ত অনুযায়ী বেতন ভাতা দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মৃত খবির উদ্দিনের ছেলে একই এলাকার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বৃহস্পতিবার মাদরাসায় এসে ক্ষোভ প্রকাশ করেন। সেদিন দাখিল পরীক্ষার কারণে অধ্যক্ষ মাদরাসায় না থাকায় তিনি ফিরে যান। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসায় এসে তিনি সঙ্গী সাথীদের নিয়ে এসে অধ্যক্ষকে বারান্দা থেকে জোর করে তার অফিসের মধ্যে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা আটকে দেন। এ সময় তার সাথে আসা একই এলাকার মিজান তার মুখ ধরে কিলঘুষি মারতে থাকে। অন্য সহযোগী কামরুল ইসলাম, আজাদ, আব্দুল মোমিন, সাজদার ও আমিরুলসহ কয়েকজন কিল ঘুষি মারতে মারতে এক পর্যায়ে অফিস কক্ষে থাকা লাঠি দিয়েই তাকে বেদম মারপিট করে। এক সময় তিনি মারপিটের মধ্যেই প্রাণ বঁাচাতে দরজা খুলে দৌড়ে বাহিরে আসেন। হামলাকারীরা চলে গেলে অধ্যক্ষ বিষয় গুলো মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নাটোর সদর উপজেলা নিবাহর্ী অফিসার আখতার জাহান সাথীকে জানান। উপজেলা নিবাহর্ী অফিসার আখতার জাহান সাথী সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদকে জানালে তিনি হামলাকারীদের পুনরায় মাদরাসায় পাঠিয়ে অধ্যক্ষের কাছে ঘটনার জন্য ক্ষমা চাওয়ান।
অধ্যক্ষ বলেছেন, হামলাকারীরা পদধারী না হলেও বিএনপির ক্যাডার টোকাই। নাটোর শহরের একটি মসজিদে ৪০বছর থেকে তিনি ঈমামতি করেন, তাই এসব নিয়ে কারো সাথে আর বিরোধে জড়াতে চান না। মামলাও করতে চান না কাউকে আর জানাতেও চান না।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS