আড়ানী পৌরসভায় হাট ও বাজার পুনঃ ইজারার উন্মুক্ত টেন্ডার 

আড়ানী পৌরসভায় হাট ও বাজার পুনঃ ইজারার উন্মুক্ত টেন্ডার 
বাঘা ( রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বাংলা ১৪৩২ সালের  রুস্তমপুর ও ষ্টেশন হাট ও বাজার পুনঃ ইজারার উন্মুক্ত টেন্ডার দেওয়া হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল ) বিকাল ৪ টায় পৌরসভার সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আড়ানী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি সভাপতিত্বে  পৌর সভার রুস্তমপুর এবং ষ্টেশন হাট ও বাজার পরপর ৩ বার দরপত্র আহ্বানে সাড়া না পেয়ে খাস হওয়ার পারে খন্ড কালীন শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে পুনঃ ইজারার উন্মুক্ত টেন্ডার দেওয়া হয়েছে।
১৪ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত ১ মাসের জন্য  রুস্তমপুর হাট ও বাজার ইজারা পেয়েছেন তোজাম্মেল হক ৩ লাখ ২০ হাজার টাকায় এবং  আড়ানী ষ্টেশন হাট ও বাজার ইজারা পেয়েছেন নাঈম মন্ডল ১০ হাজার টাকায়।
এ সময় উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম উপজেলা সমবায় কর্মকর্তা, আব্দুল মমিন সহকারী জনস্বাস্থ্য অধিদপ্তর প্রকৌশলী (খাস কমিটি),  বাঘা থানার পুলিশ স্টাফ, স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা, আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী (অতিরিক্ত)  সোহেল রানা, হিসাব রক্ষক রফিকুল ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারীগন।
২১ বার ভিউ হয়েছে
0Shares