সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কবিরহাটে মাদক সেবন করে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামি একজনের জেল-জরিমানা

কবিরহাটে মাদক সেবন করে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামি একজনের জেল-জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শাযেস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর কবিরহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে আবদুল কাইয়ুব প্রকাশ রিয়াজ (২৪) এক যুবককে ৭দিনের কারাদÐ ও ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।দন্ডপ্রাপ্ত আবদুল কাইয়ুব প্রকাশ রিয়াজ কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মোঃ মফজলের ছেলে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত স‚ত্রে জানা যায়, চট্রগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভিতরে গাঁজা সেবন করে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলো ওই যুবক। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অমৃত দেবনাথ। পরে অভিযুক্ত তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় নগদ ১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এরপর তাকে কারাগারে প্রেরণের জন্য কবিরহাট থানায় হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার অফিসার ইনজচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত তরুণকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

৯৯ বার ভিউ হয়েছে
0Shares