বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলে বুরো বাংলাদেশ এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ

বিরলে বুরো বাংলাদেশ এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ

Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\ বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বুরো বাংলাদেশ বিরল শাখার আয়োজনে গরীব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে ৪ টায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। বুরো বাংলাদেশ দিনাজপুর শাখার এরিরা ম্যানেজার সাদাত হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বুরো বাংলাদেশ দিনাজপুর শাখার জোনাল ম্যানেজার আলমঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, বিরল উপজেলা শাখার ছাত্র সমন্বয়ক মনির হাসান, বুরো বাংলাদেশ বিরল শাখার ম্যানেজার আহম্মদ আলী সরকার, ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হকসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ।
ভারপ্রাপ্ত ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, বিরল উপজেলা রাণীপুকুর ইউনিয়নে গরীব-দুঃখী ও শীতার্ত মানুষদের মাঝে বুরো বাংলাদেশ শীতবস্ত্র বিতরণ করছে। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের সবারই উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, উত্তরবঙ্গের যে জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি দেখা দেয় তার মধ্যে দিনাজপুর অন্যতম। বুরো বাংলাদেশ ১৯৯০ সাল থেকে জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছে। তারই অংশহিসেবে শীতবস্ত্র উপহার দিয়ে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছে।

Share This

COMMENTS