আশুগঞ্জে চাল আমদানিতে একক কোনো দেশের ওপর নির্ভর করব না : খাদ্য উপদেষ্টা
আশুগঞ্জে প্রতিনিধি মো: ফারুক মিয়া : চাল আমদানিতে একক কোনো দেশের ওপর নির্ভর করব না বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনার তীরে স্টিল রাইস সাইলো নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা বাণিজ্যকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলব না। ভারত থেকে চাল কিনলে তুলনামূলকভাবে খরচ কম পড়বে। এ জন্য দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন দেয়া আছে। আমরা আশা করি, সে চাল দ্রুত আসবে।খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমরা একক কোনো একটা দেশের ওপর নির্ভর করব না। যেহেতু আমাদের খাদ্য ঘাটতি আছে, আমরা অন্য দেশ থেকে আমদানি করে তা পূরণ করব। আমরা সে চেষ্টা করছি।
আলী ইমাম মজুমদার বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল সংগ্রহে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। বর্তমানে ২২ লাখ টন খাদ্য মজুদ আছে সেটিকে ৩০ লাখ টন করার জন্য কাজ করছে সরকার। খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কিনব। এর মধ্যে ভারত, মিয়ানমার, ভিয়েতনাম থেকেও চাল আমদানি করব। এছাড়া থাইল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে জিটুজি ভিত্তিতে চাল আমদানি করব।
পরিদর্শনকালে খাদ্য অধিদফতরের মহাপরিচালক আব্দুল খালেক, জেলা প্রশাসক মো: দিদারুল আলম, পুলিশ সুপার মো: জাবেদুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা কানিজ জাহান বিন্দু, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহজাহান সিরাজসহ অন্যরা উপস্থিত ছিলেন।