রবিবার- ২৩শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৯ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক বিশেষ অভিযানে ১৭৩ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক বিশেষ অভিযানে ১৭৩ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রেসবিজ্ঞপ্তি : এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফুলবাড়ি থানাধীন ঢাকা মোড় এলাকায় বিপুল পরিমান ফেন্সিডিল সহ অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৪ লাই ২০২২ খ্রিঃ বিকালে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ঢাকা মোড় এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৭৩ বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ ১। মোঃ মনোয়ার হোসেন(২৬), সাং- মোল্লাবাজার, ২। মোঃ গোলাম রব্বানী(২৪), সাং- হাতিশোও, উভয় থানাঃ হাকিমপুর, জেলা- দিনাজপুরদ্বয় কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, এ সময় মাদকদ্রব্য ফেন্সিডিল বহনে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে স্থানীয়ভাবে মাদক ব্যবসা সহ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৫২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS