শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে আরোশী জান্নাত সাদিয়া বালিকা ক্বওমী মাদ্রাসার শুভ উদ্বোধন

ফুলবাড়ীতে আরোশী জান্নাত সাদিয়া বালিকা ক্বওমী মাদ্রাসার শুভ উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দাউদপুর মালিপাড়া গ্রামে আরোশী জান্নাত সাদিয়া বালিকা ক্বওমী মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত। আরোশী জান্নাত সাদিয়া বালিকা ক্বওমী মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মোঃ খাজানুর রহমান।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দাউদপুর মালিপাড়া গ্রামে আরোশী জান্নাত সাদিয়া বালিকা ক্বওমী মাদ্রাসার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ফুলবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদ আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল মাস্টার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ মুকুল, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লাভলু, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ সালেছুর রহমান, ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ ফজলে রাব্বি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধিজন, মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares