আজ হাকিমপুরে বড়দিন উপলক্ষে খ্রিষ্ট্রা ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির উদ্যোগে নগদ অর্থ বিতরণ করেন – অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন
১১ Views
মাহবুব হোসেন মেজর জেলা প্রতিনিধি দিনাজপুরঃ আজ ২৪ডিসেন্বর/২৪ ইং তারিখ দপুর ২টা ৩০ মিনিটে হাকিমপুর উপজেলা অডিটোরিয়ামে বড়দিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে খ্রিষ্ট্রা ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা মত বিনিময় ও আত্মিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক কে জেড এম জাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা, হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খাঁন, হাকিমপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্হিত ছিলেন।
পরেননগদ আর্থিক সহয়তা শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।