বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুুড়িগ্রামে বালুবাহী ট্রাকের ধাক্কা নিহত ১ ও আহত ১

কুুড়িগ্রামে বালুবাহী ট্রাকের ধাক্কা নিহত ১ ও আহত ১

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা সদরের জিয়া বাজার এলাকায় দাঁড়ানো থাকা কাঁচা মরিচবাহী ট্রাকে ধাক্কায়  একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তি ওই  কাঁচা মরিচবাহী ট্রাকের হেলপার ছিল বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক বালুবাহী ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদর উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল  হাসপাতালে পাঠিয়েছে। আহত বালুবাহী ট্রাকটির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (০৪ মে) ভোরের দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম মিয়া কুষ্টিয়া জেলার বাসিন্দা।
কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার চিকিৎসারত অবস্থায় আছেন।
১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS