বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাটোরে সংবাদকর্মিদের সাথে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাটোরে সংবাদকর্মিদের সাথে মতবিনিময় সভা

ইসাহাক আলী, নাটোর, ২৩ জুলাই- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাটোরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে নাটোর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকতা জাহাঙ্গীর আলম। এ সময় তিনি একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় তিনি জানান, নাটোর একটি মৎস্য উদ্বৃত্ত জেলা যেখানে চাহিদার চেয়ে প্রায় ২৪ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়।  যেখানে জেয়ায় মাছের উৎপাদন হয় ৬৬ হাজার মেট্রিক টন আর চাহিদা ৪২ হাজার মেট্রিক টন।  এখানে কার্প ও ছোট মাছ চাষে দেশের শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। তাই মাছে সমৃদ্ধ জেলাকে আরো সমৃদ্ধ করতে সকলের সহায়তা দাবি করেন তিনি। এরপর তিনি সপ্তাহ উপলক্ষে ৭দিনের কর্মসূচী জানান।

সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS