ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। সরকারি, আধা-সরকারি স্¦ায়ত্বশাসিত ও বেসরকাররি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন সূর্যোদয়ের সাথে সাথে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে সকাল ৮টায় উপজলো মাঠে অস্থায়ী স্মৃতি সৌধে উপজলো প্রশাসনরে আয়োজনে মহান মুক্তযিুদ্ধরে শহীদদরে প্রতি শ্রদ্ধা নবিদেন করা হয়। এরপর ঘোড়াঘাট থানা, ফায়ার র্সাভসি, ঘোড়াঘাট সরকারি কলজে সহ বভিন্নি দপ্তররে পক্ষ থকেে শ্রদ্ধা নবিদেন শষেে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা অবমুক্ত করনে উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) রফকিুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস)ি নাজমুল হাসান। অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলজেরে অধ্যক্ষ মনরিুল ইসলামরে সঞ্চালনায় বীর মুক্তযিোদ্ধাদরে সংর্বধনা শষেে মুক্তযিুদ্ধরে স্মৃতচিারণা করে বক্তব্য রাখনে, বীর মুক্তযিোদ্ধা আব্দুর রাজ্জাক, জগদীশ চন্দ্র প্রমুখ। অপর দিকে ঘোড়াঘাট প্রেস ক্লাব আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহিদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে স্মৃতি সৌধে ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি গাফ্ফার প্রধান ও সাধারন সম্পাদক সেলিম রেজা স্থানিয় স্মৃতি সৌধে মহান মুক্তি যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ১০ টায় রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা ধুলা মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এবং বিকাল ৩ টায় পুরুস্কার বিতরনির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।