মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে যুবদলের অভ্যান্তরীণ বিরোধের জের সংঘর্ষ আহত-৫

সেনবাগে যুবদলের অভ্যান্তরীণ বিরোধের জের সংঘর্ষ আহত-৫

মোঃ জাহাঙ্গীরে আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়ন যুবদলের আসন্ন আহবায়ক কমিটিতে পদ প্রত্যাশীদের অধিপত্য বিস্তার ও অভ্যান্তরীন দন্দের জেরে (জয়নুল আবদিন ফারুক গ্রæপ) সমর্থক যুবদলের মহিন উদ্দিন ঝিল্টু গ্রæপের ওপর অপর আবুল কাশেম গ্রæপের হামলার অভিযোগ ওঠেছে। ওই হামলার ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাটের পাশে ন‚রানী মাদ্রাসার সংলগ্ন এলাকায়। ওই হামলায় ঝিল্টু গ্রæপের মহিন উদ্দিন ঝিল্টু, যুবদল নেতা হয়দার আলী সুমন তার ভাই শ্যামল ও ভাগিনা নিজাম উদ্দিন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্বার করে প্রথমে সেনবাগ উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী স্থানান্তর করা হয়। ঝিল্টু ওই হামলার ঘটনার জন্য প্রতিপক্ষ আবুল কাশেম রকি ও মামুনকে দায়ী করলেও তারা ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবী করেন। খবর পেয়ে রাতেই সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে,কোন পক্ষই থানায় অভিযোগ না দেওয়ায় কাউকে আটক বা গ্রেফতার করেনী পুশিল

সেনবাগ উপজেলা যুবদল সুত্রে জানাগেছে, স¤প্রতি উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব ৯টি ইউনিয়নে যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করে। এর পরেই ইউনিয়নের আহবায়ক কমিটি নিয়ে পদ প্রার্থীরা লবিং শুরু করে সাবেক ও বর্তমান নেতারা। এই নিয়ে বিজবাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন ঝিল্টু আবারো আহবায়ক কমিটিতে স্থান পেতে লবিং শুরু করে। একই পদে আবুল কাশেমও শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে লবিং শুরু করে আহবায়ক কমিটিতে স্থান পাওয়ার জন্য। এই নিয়ে একে অপরের বিরুদ্বে সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুকের কাছে বিচার দেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন ঝিল্ট ও যুবদল নেতা হয়দার আলী সুমন মোটরসাইকেল যোগে স্থানীয় বক্সিরহাট থেকে শ্যামেরগাও আসার পথে ইউনিয়নের ফকিরহাটের পাশে ন‚রানী মাদ্রাসার সংলগ্ন এলাকার মিয়া বাড়ীর সামনে আসা মাত্রই ১০/১২ জনের অজ্ঞাত একটি দল তাদের উপর এলোপাতাড়ি হামলা শুরু করে। এসময় তাদের আত্মছিৎকারে খবর পেয়ে ঝিল্টু ও সুমনের লোকজন এগিয়ে আসলে তারাও হামলাকারীদের হাতে আহত। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মহিউদ্দিন ঝিল্টু, হায়দার আলী সুমন, মুক্তার হোসেন শ্যামল, নিজাম উদ্দিন সহ ৫ জন আহত হয়

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার সময় জানান, সংঘর্ষেল খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৮১ বার ভিউ হয়েছে
0Shares