তেঁতুলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
৭২ Views
জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালি, ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ১৩ অক্টোবর তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মাহবুবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার সোহরাব হোসেন ।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার সোহরাব হোসেনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্সি বিসয়ক মহড়া পরিচালনা করেন। এ সময় বক্তারা বলেন দুর্যোগের ক্ষতি কমাতে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি সহায়ক হয়। এজন্য দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন এনজিও কর্মী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।