বিরামপুরের মুকুন্দপুরে সুগন্ধীধানের কৃষক মাঠ দিবস

বিরামপুরের মুকুন্দপুরে সুগন্ধীধানের কৃষক মাঠ দিবস

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উচ্চমূল্যের সুগন্ধী ধান ব্রি-৫০ জাতের উৎপাদন ও প্রক্রিয়াজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি করণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হরেকৃঞ্চপুর গ্রামে এক মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নিক্সন চন্দ্র পাল। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ওই এলাকার কৃষক মোঃ রওশান কবির জমিতে উচ্চমূল্যের সুগন্ধীধান ব্রি-৫০ জাতের ধানের চাষ প্রদর্শনী করা হয়। উন্নত ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে ৩৩ শতক জমি থেকে প্রায় ৩০ মন ধানের ফলন পাওয়া যায়। স্বল্প খরচে উচ্চমূল্যের এ ধানের বেশি ফলন পাওয়ায় সুগন্ধীধান ব্রি-৫০ জাত চাষে কৃষকগণ উদ্বুদ্ধ হয়ে পরবর্তী মৌসুমে এ জাতের ধান চাষ করার আশাবাদ ব্যক্ত করেন।

২৩ বার ভিউ হয়েছে
0Shares