
২ দিন নিখোঁজের পর সাগরে মাছ ধরতে গিয়ে পড়ে যাওয়া মিরাজের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরবনের নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর লাশ পাওয়া গেছে জেলে মিরাজ হাওলাদারের (২৬)। শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলেই ভেসে ওঠে তার মৃতদেহ। দুপুর নিহতের বড় ভাই মো. পলাশ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কালামিয়া ও শ্যালার চরসংলগ্ন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মিরাজ হাওলাদার। এর পর থেকে স্থানীয় শতাধিক জেলে ঘটনাস্থলের আশপাশের নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
নিহত জেলে মিরাজ মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে। সদ্য বিবাহিত নিহত মিরাজ তার বড়ভাই পলাশের নৌকায় সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। ওই নৌকায় মোট ৬ জন জেলে ছিলেন।
নিহতের ভাই পলাশ হাওলাদার জানান, নৌকা থেকে নোঙর ফেলার সময় দড়িতে পা পেঁচিয়ে নদীতে পড়ে যান তাই ভাই। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই ওই এলাকায় মাছ ধরাতে শতাধিক জেলেকে নিয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করেন তারা। যেখানে পড়ে নিখোঁজ হয়েছিলেন মিরাজ, অবশেষে সেখানেই ভেসে ওঠে তার মৃতদেহ। দুপুরে ভাইয়ের লাশ নিয়ে বাড়িতে পৌঁছেছেন বলে জানিয়েছেন পলাশ।
শনিবার বিকেলে জনাজার পর নিহত মিরাজের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।