সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে  জমি জবরদখল সহ প্রতিবেশী  ভাইয়ের পরিবারের  অত্যাচারে দিশেহারা হয়ে সংবাদ সম্মেলন..

মোরেলগঞ্জে  জমি জবরদখল সহ প্রতিবেশী  ভাইয়ের পরিবারের  অত্যাচারে দিশেহারা হয়ে সংবাদ সম্মেলন..

৩৮ Views
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ  বাগেরহাটের  মোরেলগঞ্জ পৌরসভায়র সরালিয়ায়  ছোট ভাই  ও তার পরিবারের জমি জবর দখল ও  অব্যাহত অত্যাচার  নির্যাতনের শিকার হয়ে   সংবাদ সম্মেলন করেন বড় ভাই।
রবিবার রাত  ৯ টার দিকে  পরিবারের  সদস্যদেরকে নিয়ে মোরেলগঞ্জ  উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন  আপন বড় ভাই  মৃত নূর মোহাম্মদ মল্লিকের পুত্র  চানমিয়া মল্লিল (৭৪)। প্রতিবেশী ভাই সোবাহান মল্লিক,  তার স্ত্রী শেফালী বেগম, পূত্র সাব্বির মল্লিক,  জামাতা লিটন চৌকিদার, রাজু হাসান সহ তাদের ভাড়াটে  লোকজন  মিলে গত কয়েক বছর ধরে জমি জবরদখল সহ অব্যাহত হুমকি-ধমকি ও হামলার প্রতিবাদে রবিবার রাতে মোরেলগঞ্জ উপজেলা  প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী  বৃদ্ধ চান মিয়া মল্লিক ও  তার পরিবারের লোকজন।
লিখিত বক্তব্যে চান মিয়া মল্লিক  বলেন,  পিতা – মাতা মৃত্যুর পর শান্তিপূর্ণ ভাবে আমরা ২ ভাই  ৬ বোন আমাদের মাঝে বন্টন কৃত জমি জমা ভোগ দখল করে আসছি। কিন্তু প্রতিবেশী ছোট ভাই তার অংশের জমি জমা বিক্রি শেষে আমাদের ভোগ দখলীয় জমি জোর করে দখল সহ জমির গাছপালা  ও ফসল নষ্ট,  সীমানা  নষ্ট,  সহ বিভিন্ন  অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এসব ব্যপারে প্রতিবাদ করলে  সোবাহান ও তার উশৃঙ্খল ছেলে সাব্বির ও স্ত্রী শেফালী বেগম সহ অন্যান্য সদস্য মিলে অকথ্য ভাষায় গালিগালাছ, জীবন নাশের হুমকি ধমকি  সহ স্থানীয় এস এম কলেজের বখাটে ছাত্রদের ভাড়া করে  আমার ও পরিবারে সদস্যদের মারধর ও বিভিন্নভাবে অত্যাচার  করে আসছে।  এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  সহ স্থানীয় বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ  দাখিল করলে বার বার মৌখিক ও লিখিত প্রতিশ্রুতি  দিয়ে ও পরবর্তীতে  দ্বিগুন অত্যাচার করে থাকে।স্থানীয়  জনপ্রতিনিধি,  গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশাসন  মীমাংসা করে দিলে তাৎক্ষণিক মানার কথা বলে পরক্ষণেই  আবার ওইসব অত্যাচার শুরু করে। তাদের অত্যাচারে আমার পরিবারের কেউ স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না।  প্রায়ই দেশীয় অশ্ত্র- শস্ত্র  নিয়ে মহরা দেয় এবং  ভয় দেখায়।  এব্যাপারে থানায় জিডিও রয়েছে।
জমি জবর দখল সহ সোবাহান মল্লিক ও তার  পরিবারের  এরুপ সন্ত্রাসী কার্যকলাপে বর্তমানে তার পরিবারটি জীবন সংশয়ে রয়েছেন বলেও তিনি দাবি করেন।তাই ছোট ভাইও তার পরিবারের  হাত থেকে রেহাই পেতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে সোবাহান মল্লিক এর সাথে বার বার মুঠে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Share This

COMMENTS