
বোদায় জমি নিয়ে দ্বন্দ্বে দোকানে হামলা: থানায় মামলা

পঞ্চগড় অফিস : পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে এক ব্যাবসায়ীর দোকানে ঢুকে ব্যাবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অফিযোগ উঠেছে।
গত (৭ মে) রাত সাড়ে সাতটার সময় বোদা নগরকুমারী হাটে ভিকটিম সিরাজুলের (সাথী বিজ ভান্ডার) দোকানে বাইরে গালাগাল করার এক পর্যায়ে দোকানে প্রবেশ করে মারপিটের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিরাজুল চিৎকার করতে থাকলে পাশের দোকানদার ৯৯৯ ফোন দিলে পুলিশ আসার খবর জানতে পেরে তারা পালিয়ে যায়।
এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে বোদা থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সুত্রে জানা যায় গত (০৭মে) রাত সাড়ে ৭টার সময় গালিগালাজ করার এক পর্যায়ে আসামী মো.হানিফ(৫০),কাফি(২৫),কৌশিক(২১),লুৎফর রহমান(৪৫),শাকিল(৩৫) ,লিয়াকত(৫০) ও কুলছুম(৪০)গং তাঁর দোকানে প্রবেশ করে আমাকে মারপিট এবং দোকান লুটতারাজ করে।
ভিকটিম সিরাজুল ও তাঁর স্বজেনেরা জানান, প্রায় ২০ বছর পূর্বে আসামীগনের কাছ হতে আইয়ুব গঞ্জ মৌজার-৮১৩ খতিয়ানের ৩১৩ দাগে বিক্রির জমি অধ্যবধি ভোগ দখল করে আসছি। সম্প্রতি তাঁরা অর্ধ শতক জমি তাদেঁর বলে দাবী করে এঘটনা ঘটান।
অভিযুক্ত কুলসুম জানান,আমার ওয়ারিশগন ২১৩ দাগে এক শতক জমি বিক্রি করলেও ২১২ দাগের জমিটি বিক্রি করেননি। সে কারনে আমাদের জমি আমরা দখলের চেষ্টা করি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, ঘটনার দিন ৯৯৯ ফোন এলে আমরা তাৎক্ষনিক সেখানে ফোর্স পাঠিয়ে সেখান হতে সিরাজুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
পরে সে বাদি হয়ে একটি ইজাহার দিলে আমরা মামলা রেকর্ড করি। যার মামলা নং-০৫/২২ইং তাং-০৯/০৫/২০২২ইং। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।