শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে বিদেশী মদ ও পেনিসডিল সহ মাদক কারবারি গ্রেফতার

সেনবাগে বিদেশী মদ ও পেনিসডিল সহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে বিদেশ মদ ও পেন্সিডিল সহ মীর কাশেম (৩০)নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি মীর কাশেম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ গ্রামের মীর আহম্মদের ছেলে।

সেনবাগ থানার এসআই বিকাশ সাহা ও এএআই কাইছার আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার কেশারপাড় ইউপির কানকিরহাট নামার বাজার খায়ের কমিউনিটি সেন্টারের সামনে রাস্তায় ওপর এক অভিযান চালিয়ে মাদক কারবারি মীর কাশেমকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে এমসি ডাওয়েলস ব্যান্ডের দুই বোতল বিদেশী মদ ও দুই বোতল পেন্সিডলি উদ্ধার করে।

যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পােেটায়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতারকৃত মীর কাশেমকে বুধবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares