শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

    দুর্গাপুরে আওয়ামী লীগ নেতাদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইফতার

    দুর্গাপুরে আওয়ামী লীগ নেতাদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইফতার

কলি হাসান দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা ১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদার এবং তার স্ত্রী মরহুমা জহুরা বেগম এর আত্মার মাগফেরাত কামনায় তাদের কন্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বৃহস্পতিবার নিজ বাসভবনে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন।

এতে দুর্গাপুর উপজেলার ৭২টি ওয়ার্ড,৭টি ইউনিয়ন এবং দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন,আমার পিতা জননেতা জালাল উদ্দিন তালুকদার সর্বদা সাধারণ মানুষের জন্য নিবেদিত ছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি আমার পিতা ও মাতার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাই।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS