বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাঁধায় বন্ধ।।

পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাঁধায় বন্ধ।।

৩৪ Views

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) বাঁধা উপেক্ষা করে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬.৩০ মিনিট আকাশ কুয়াশাচ্ছন থাকা অবস্থায় হাটখোলা ক্যাম্পের আওতাধীন উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ এস সাব পিলারে এ ঘটনা ঘটে। জয়পুরহাট হাটখোলা ক্যাম্প কমান্ডার শাহ জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়া এলাকার মেইন পিলার ২৮১ ৩৩,৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ২৯ গজ ভারতের অভ্যন্তরে আজ আনুমানিক ভোর ৬.৩০ মিনিটে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করে। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা। এনিয়ে বিকালে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করেন বাংলাদেশের বিজিবি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে পরিস্থিতি শান্ত থাকলেও বিএসএফের এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক এখনো বিরাজ করছে।

বিজিবির হাটখোলা বিওপির কোম্পানী কমান্ডার শাহ জাহান বলেন, বিএসএফ  সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ করছিল। আমরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ করতে সক্ষম হয়েছি বিএসএফ সদস্যরা আর কাজ করেনি। আজকে বিকেল ৪ ঘটিকায় পতাকা বৈঠকের মাধ্যমে উভয়পক্ষে আপস মীমাংসা করেন এবং পরবর্তীতে বিএসএফের সদস্যরা আর কখনো কাঁটাতারের বেড়া দেবে না বলে জানিয়েছেন।

২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন,   বিএসএফ কাজ বন্ধ রেখেছে। এ বিষয়টি নিয়ে অদ্যই বৈকাল ৪ ঘটিকার সময় বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আপস মীমাংসা করা হয়েছে।

Share This