রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন

কিশোরগঞ্জের গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন

৫৫ Views
মোঃ মোসফিকুর রহমান লাল, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন স্বনামধন্য বিদ্যাপীঠ গাড়াগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। যেখানে বিগত বছরগুলোর থেকে ব্যতিক্রম উদ্যোগে এ বছর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আওয়ামালীগ সরকারের সময়ে স্বৈরাচারী প্রধান শিক্ষক আঃ সাত্তার নানাবিধ অনিয়ম ও দূর্নীতির কারনে সাময়িক বরখাস্তের পর নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ কাফীর একান্ত প্রচেষ্টায় এবারে গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি সেজেছে নতুন সাজে। ২০ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২১ শে ফেব্রুয়ারী প্রথম প্রহরেই ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করা হয়, সকাল ৬.০০ টায় বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিতকরন করা হয়, ৬.৩০ মিনিটে প্রভাত ফেরী, ০৯.০০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এসএসসি ব্যাচ ২০২৫ সালের শিক্ষার্থীদের বিদায়ী সম্পর্কে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ ও শেষে ভাষা শহীদ ও পরীক্ষার্থী উদেশ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কাফী, উপস্তিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব গোলাম মোঃ শামীম মোস্তাজীর, আরো উপস্তিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সকল ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি জনাব গোলাম মোঃ শামীম মোস্তাজীর ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দদের বলেন আমি জানি না যে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিয়ম কানুন, জাতীয় দিবসসহ অন্যান্য অনুষ্ঠানগুলো কিভাবে পালন করছে। যেহেতু আপনারা আমাকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচন করছেন তাই এখন থেকে ইনশাআল্লাহ সকল জাতীয় দিবস, বিদ্যালয়ের আচার অনুষ্ঠান, নিয়মকানুন আপনাদের সহযোগীতায় সকল কিছুই ঠিক করবো। তিনি আরো বলেন যে, আজকে যেহেতু এসএসসি ২০২৫ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান তাই তাদের উদ্যেশে একটা কথাই বলবো আজকে যারা এই স্কুল থেকে বিদায় নিতেছো তাদের সামনে বড় চ্যালেঞ্জ আসতেছে যা তোমাদের বিগত বছরের ফল প্রকাশ করবে এবং স্কুলকে ভালো মন্দ বিবেচনা করবে। তাই তোমরা সকল চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মন দাও এবং পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল কর।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কাফী বলেন, আমি এই ভাষার মাসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ দুবার স্বাধীন হয়। আমি তাদের মাগফেরাত কামনা করছি। তিনি বিদায়ী শিক্ষাথীদের উদ্যেশে আরো বলেন যে, যারা আজ যারা এত্র বিদ্যালয় থেকে বিদায় নিতেছো আমরা সবাই আশা করি যে তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকবৃন্দের বক্তৃতা এবং দোয়ার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Share This