বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

গাইবান্ধার সাঘাটায় খাদ্য বান্ধবকর্মসুচির চাল বিক্রির সময় চাল আটক \ ডিলার আওযামীলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় খাদ্য বান্ধবকর্মসুচির চাল বিক্রির সময় চাল আটক \ ডিলার আওযামীলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: খাদ্য বান্ধবকর্মসুচির চাল বিতরন না করে গোডাউনে রাখা ও বিক্রির অপরাধে আজ সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় খাদ্য বান্ধবকর্মসুচির ডিলার আফজাল হোসেনকে ১ টন চাল বিক্রির সময় জনতার হাতে ধরা পড়েছে। পরে স্থানীয় জনগণ অভিযুক্ত ডিলারকে পুলিশের কাছে সোপর্দ্দ করে।
সাঘাটা উপজেলার বোনাপাড়া এলাকার খাদ্য বান্ধবকর্মসুচির ডিলার হিসাবে দীর্ঘদিন ধরে বোনার পাড়া কলেজের সামনে গোডাউনে রেখে চাল বিতরন করতেন কার্ড ধারীদের মধ্যে । কিন্তু বেশকিছুদিন ধরে ওই ডিলার উপকার ভোগীদের মধ্যে চাল কম বিতরন করে গোডাউনে মজুত করছিলেন। আজ দুপুরে ডিলার আফজাল হোসেন ১ টন চাল বিক্রির জন্য ভ্যান যোগে অন্যত্র নিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজনের হাতে ধরা পড়ে। বিক্ষুদ্ধ লোকজন খাদ্য বান্ধবকর্মসুচির চাল আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে চাল উদ্ধার ও ডিলার আফজাল হোসেন কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আফজাল হোসেন বোনারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS