বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে ঢুকে এসএসসি পরিক্ষার্থীকে অপহরণের ঘটনায় যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে ঢুকে এসএসসি পরিক্ষার্থীকে অপহরণের ঘটনায় যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সঞ্চয়ের নেতৃত্বে একদল যুবক ফিল্মি স্টাইলে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারধরসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে মিম আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সঞ্চয়কে গ্রেপ্তার করেছে। মিম গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়া গ্রামের মেহেরুল ইসলামের মেয়ে মাশরুবা আক্তার মিম মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা শেষে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফেরেন। পরে দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে হঠাৎ করে একই ইউনিয়নের মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে মেশকাত হোসেন সঞ্চয়সহ ২৫/৩০ জনের একদল যুবক বিভিন্ন দেশীয় অস্ত্র, রাম দা ও চাইনিজ কুড়াল হাতে নিয়ে মেহেরুল ইসলামের বাড়িতে ঢুকে হামলা চালায়। তাদের মারমুখী হামলায় বাড়ির লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে। এ সময় ওই যুবকেরা ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর ও লুটপাটসহ পরিবারের লোকজনকে মারধর করে গুরুতর আহত করে। তারা ফিল্মি স্টাইলে মিম আক্তারের গলায় অস্ত্র ঠেকিয়ে তাকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা সুলতানা ফেরদৌসী লাকি জানান, তার মেয়ে মিম স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন থেকে সঞ্চয়সহ তার সহযোগীরা তাকে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু এতে মিম রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়।

বিষয়টি থানায় জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পাশ্ববর্তী ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে মোটর সাইকেলসহ অপহরণ ঘটনার মূল হোতা সঞ্চয়কে গ্রেপ্তার এবং অপহৃত মিমকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় মিম আক্তারের বাবা মেহেরুল ইসলাম বাদী হয়ে সঞ্চয়সহ ১৪জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারকৃত সঞ্চয়কে বুধবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS