গাইবান্ধায় টিসিবির পণ্য জব্দ করলেন স্থানীয়রা


গাইবান্ধা প্রতিনিধি ; গাইবান্ধার সুন্দরগঞ্জে টিসিবির পণ্য জব্দ করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। তিনি বলেন, গতকাল বুধবার (১৬ এপ্রিল) সন্ধার দিকে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে একটি দোকানে টিসিবির পণ্য জব্দ করে প্রশাসনকে খবর দেয়। পরে সেখান থেকে দুইলিটারি বোতলজাত ৪০ সয়াবিন, ৮০ কেজি মসুর ডাল, ৪০ কেজি চিনি ও ২০০ কেজি চাল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যগুলো স্থানীয় এক ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুসন্ধান চলছে।
স্থানীয়রা জানায়, শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান ৪০ জন উপকারভোগীর জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেনের কাছে বিক্রি করে। বেলাল হোসেন টিসিবি পণ্যগুলো শোভাগঞ্জ বাজারে আনলে স্থানীয়রা আটক করে।
এদিকে,শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন,” ডিলার টিসিবির পণ্য উপকারভোগীদের মাঝে বিতরণ করেন। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে “।