বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

বাঘায় খ্যাপা বাবার আশ্রমে অনুদান দিয়ে আসার পথে আড়ানী পৌর ও ইউনিয়ন সংগ্রামী দলের নেতা-কর্মীরদের উপর হামলা 

বাঘায় খ্যাপা বাবার আশ্রমে অনুদান দিয়ে আসার পথে আড়ানী পৌর ও ইউনিয়ন সংগ্রামী দলের নেতা-কর্মীরদের উপর হামলা 
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী খ্যাপা বাবার আশ্রমে জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও মালয়েশিয়া মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এর সমথর্করা অনুদান দিয়ে আসার পথে আড়ানী পৌর ও ইউনিয়ন সংগ্রামী দলের নেতা-কর্মীদের উপর আবু সাঈদ চাঁদ সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যার পর আড়ানী খ্যাপা বাবার আশ্রমে রাজশাহী বিভাগের সংগ্রামী দলের টিম লিডার আরিফুল ইসলাম বিলাত এর সমথর্করা অনুদান দিয়ে আসার পথে আড়ানী পৌর ও ইউনিয়ন সংগ্রামী দলের নেতা-কর্মীদের উপর আবু সাঈদ চাঁদ বাহিনীর লোকজন হামলা চালিয়ে আহত করেছে রাসেল, আইনাল ও বিপুল কে। তাদের মধ্যে রাসেলের অবস্থা একটু খারাপ সবাই চিকিৎসা নিয়েছেন বলে জানান, বাঘা উপজেলা সংগ্রামী দলের সাধারণত সম্পাদক তুহিন উদ্দিন ও আরিফুল ইসলাম বিলাত, যুগ্ম সাধারণ সম্পাদক,  বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল, কেন্দ্রীয় সংসদ, সাধারণ সম্পাদক, মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখা।
আরো বলেন, চাঁদ সমথর্ন কারীরা বেশির ভাগই আওয়ামী লীগের মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়ন না করে চাঁদাবাজি দখলদার ও সন্ত্রাসী কার্যকলাব করে বিএনপিকে নষ্ট করার পায়তারা করছে। সকল সন্ত্রাসী কাষকলাব বন্ধ করে প্রতি হিংসার রাজনীতি নয়, দলীয় এক্য গড়ে তুলুন, জনাব তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়ন করুন।
এ বিষয়ে নিন্দা ও ক্ষোভ জানিয়ে এদেরকে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছেন, মওদুদ আহমেদ মধু, সভাপতি, রাজশাহী জেলা সংগ্রামীদল, সাবেক সহ-সংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,  ফারুক সরকার দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা উপজেলা, অনিক আহমেদ প্রচার সম্পাদক বাঘা উপজেলা সংগ্রামী দল, রানা আহমেদ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা পৌর, তারেক রহমান সাবেক সাধারণ সম্পাদক আড়ানী ইউনিয়ন ছাত্রদল প্রমূখ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান জানান, ঘটনার পরে আমি পুলিশ পাঠিয়েছিলাম, এখনও অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
৬৭ বার ভিউ হয়েছে
0Shares