শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার

রাজশাহী নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল। গ্রেপ্তারকৃতরা হলেন, মাহবুব (৫২), মালেক (৪৮), বাবু (৪৯) ও মাহফুজুল ইসলাম (২৯)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৩ মে রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই কাজী জাকারিয়া ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আপেল ডেকোরেটরের মোড় মহিষবাথান এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

৫৫ বার ভিউ হয়েছে
0Shares