বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নাটোর প্রতিনিধি  ;;  প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক। তবেই শিক্ষার ভীত সুসংহত হবে, পরবর্তীতে শিক্ষার্থী মানবসম্পদে পরিণত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আজ মঙ্গলবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ৈ মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক সর্বোচ্চ’ গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক মানবিক হলে সারাজীবন শিক্ষার্থী ঐ সম্পর্ককে ধারণ করবে। তাই পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে, তাদের মধ্যে দলগত প্রচেষ্টার ধারণা সুসংহত করতে হবে। তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানব সম্পদে পরিণত হবে।
উপদেষ্টা আরা বলেন, শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে সাক্ষর করে তুলত হবে, সাবলিলভাবে পড়ার দক্ষতা তৈরী করে দিতে হবে। মাতৃভাষা এবং গণিতে দক্ষ করে তুলতে হবে। একজন শিক্ষার্থী মাতৃভাষায় দক্ষতা অর্জন করতে পারলে অন্য ভাষা বা যে কোন শাস্ত্র তার জন্য সহজ হয়ে যাবে। এরফলে মজবুত ভীতের উপর দাঁড়িয়ে পরবর্ত্তী শিক্ষা জীবন সফলতা অর্জন করা সম্ভব হবে।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা ম্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এবং অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী।
উপদেষ্টা সকালে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ এর কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের  সাথে মতবিনিময় করেন।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS