বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি ১শ’১৯ বস্তা চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি ১শ’১৯ বস্তা চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বিএনপি নেতা সাবু মিয়ার গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১শ’১৯ বস্তা চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা বাজারে অবস্থিত কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল সরকার সাবুর গুদাম থেকে মজুদ রাখা এসব চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহাবুল সরকার সাবু সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দামে ক্রয় করে সেগুলো বেশি দামে বিক্রি করার উদ্যেশে তার গুদামে সংরক্ষণ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আসাদুজ্জামান মঙ্গলবার ওই গুদামে অভিযান চালিয়ে এসব চালসহ সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করেন। এ সময় সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে গুদামের মালিক বিএনপি নেতা সাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS