আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রæয়ারী) বিকালে ৪ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও ইউপি প্রশাস নিক কর্মকর্তা আহসানুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস, ঘোড়াঘাট থানার প্রতিনিধি এসআই সাব্বির হোসেন, সামাজিক সংগঠন "সিরাতে মুস্তাকিম পরিষদ"এর প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি কামরুজ্জামান সরকার প্রমুখ। এ সময় বক্তারা চুরি-ডাকাতি,ছিনতাই, মাদকসেবন ও বেচাকেনা সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহবান ও সহযোগীতা কামনা করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের প্রভাষক আজাদুর রহমান, রামেশ্বরপুর জামে মসজিদের খতিব সিরাজুল ইসলাম, বিরাহিমপুর হেলিপ্যাড জামে মসজিদের খতিব মাওলানা আরশাদ হোসাইন, সাধারণ নাগরিক আজিবুল ইসলাম প্রমুখ। এ সময় অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সমাজসেবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মী সহ শত শত জনসাধারণ উপস্থি ছিলেন।