সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের


জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দেলোয়ার হোসাইন(৩৮)নামে এক স্কুল শিক্ষকের। তিনি উপজেলার কাশিনাথপুর বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের গণিত বিষয়ের শিক্ষক এবং সাঁথিয়া পৌরসভার হেঙ্গুয়া গ্রামের রইজ উদ্দিনের ছেলে।গতকাল শনিবার (১২এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঝড়োবাতাসে দেলোয়ার হোসাইনের বসত ঘরের চালের টিন খুলে যায় এবং ঘরটি হেলে গিয়ে বিদ্যুতের তার ছিড়ে টিন বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় দেলোয়ার হোসাইন খুলে যাওয়া টিন ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। তাঁর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাঁথিয়া বিআরডিবির চেয়ারম্যান ও নিহতের চাচাতো ভাই জাহিদুজ্জামান রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঝড়ে ছিড়ে যাওয়া বিদ্যুতের তার ঘরের চালের টিনের সাথে জড়িয়ে গেলে আমার চাচাতো ভাই চাল ঠিক করতে গেলে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। রোববার(১৩এপ্রিল) সকাল ৯টায় হেঙ্গুয়া ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ শেষে শালঘর রহমানিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং নিহতের পরিবারের সাথে আলোচনা করে রোববার তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।