বিরলে কৃষক/কৃষাণীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ


আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বিরলে কৃষক/কৃষাণীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তফা হাসান ইমামসহ উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
রবিবার সকালে বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭২ জন কৃষক/কৃষাণীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ২১ ধরনের বীজ, ৬ ধরনের ফলের চারাগাছ, নেট, পানির ঝাঝড়ি, বীজ সংরক্ষন পাত্র, রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।
১০ বার ভিউ হয়েছে