শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কাহালু পাঁচ পীর মাজার এলাকা হইতে বৈদ্যুতিক তার চোর চক্রের এক সদস্য জনগণের হাতে আটক।।

কাহালু পাঁচ পীর মাজার এলাকা হইতে বৈদ্যুতিক তার চোর চক্রের এক সদস্য জনগণের হাতে আটক।।

বগুড়া জেলা প্রতিনিধি।।

এই চক্রটি দীর্ঘদিন যাবত এলাকার ইলেকট্রিক তার চুরি করে আসছিল বলে অনেকের ধারণা আজ রাত এগারোটার দিকে তারা সিএনজিযোগে তার কাটার প্রস্তুতি কালে তাদের সরঞ্জাম পাঁচ পীর মাজারের সামনে গোপনে বস্তা ভর্তি ফেলে দিতে দেখে পাশের বাড়ির লোক পরে সিএনজিতে থাকা বেশ কয়েকজন দ্রুত সিএনজি চালিয়ে যাওয়ার সময় একজন পেছন থেকে নামিয়ে দৌড় দিলে পার্শ্ববর্তী এলাকার লোকজন তাকে তারকাঁটার সরঞ্জাম সহ আটক করে । আটককৃত চোর সদস্য মোহাম্মদ মনির হোসেন ( ৩৫) পিতা খলিলুর রহমান গ্রাম সাবানপুর থানা কাহালু জেলা বগুড়া । পরে আটকৃত আসামিকে থানায় খবর দিয়ে পুলিশের হাতে দেওয়া হয়।

২৭ বার ভিউ হয়েছে
0Shares